এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা মহাদেশের
দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।
ক্রমিক
|
দেশের নাম
|
রাজধানী
|
মুদ্রা
|
১।
|
আর্জেন্টিনা
|
বুয়েন্স আয়ার্স
|
পেসো
|
২।
|
ইকুয়েডর
|
কুইটো
|
সুক্রা
|
৩।
|
উরুগুয়ে
|
মন্টিভিডিও
|
পেসো
|
৪।
|
কলম্বিয়া
|
বগোটা
|
পেসো
|
৫।
|
গায়ানা
|
জর্জটাউন
|
ডলার
|
৬।
|
চিলি
|
সান্টিয়াগো
|
পেসো
|
৭।
|
প্যারাগুয়ে
|
আসুনসিওন
|
ওয়ারনি
|
৮।
|
বলিভিয়া
|
লাপাজ
|
বলিভিয়ানো
|
৯।
|
ব্রাজিল
|
ব্রাসিলিয়া
|
রিয়েল
|
১০।
|
ভেনিজুয়েলা
|
কারাকাস
|
বলিভার
|
১১।
|
সুরিনাম
|
পারামারিবো
|
গিল্ডার
|
১২।
|
পেরু
|
লিমা
|
ইন্টি
|
১৩।
|
ফ্রেঞ্চগায়ানা
|
কেনি
|
ইউরো
|
বন্ধুরা, আপনাদের কাছে
কোন
সঠিক
তথ্য
থাকলে
তা
আমাদের
জানাতে
ভূলবেন
না।
সঠিক
হলে
তা
অবশ্যই
পোস্টের সাথে
অন্তর্ভূক্ত করা
হবে।
তাহলে
আজ
আর
নয়।
অন্যদিন অন্য
বিষয়
নিয়ে
কথা
হবে।ভালো লাগলে
পোস্ট
শেয়ার
করবেন।
প্রত্যেক দেশের ধর্ম জানাবেন
ReplyDelete